জন্ম নিবন্ধন পেমেন্ট করার নিয়ম | Bdris Payment Online

জন্ম ও মৃত্যু নিবন্ধনের সরকার নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে চাইলে, এই আর্টিকেলের অনলাইনে জন্ম নিবন্ধন পেমেন্ট (bdris payment online) করার নিয়ম সম্পর্কিত গাইডলাইন টি দেখে নিন।

বাংলাদেশের বিভিন্ন নিবন্ধক কার্যালয়ে জন্ম সনদের আবেদন ও সংশোধনের ক্ষেত্রে ২০০/৩০০ টাকা নিয়ে থাকে। প্রকৃতপক্ষে এর সরকার নির্ধারিত ফি হবে মাত্র ৫০ থেকে ১০০ টাকা।

তাই সরাসরি পরিষদে বা পৌরসভায় গিয়ে নিবন্ধনের ফি জমা না দিয়ে, অনলাইনে জমা দিলে কম খরচেই আপনার সনদটি তৈরি বা সংশোধন করে নিতে পারবেন। অনলাইনে ফি জমা দিতে আপনার নিম্নোক্ত তথ্যগুলো লাগবেঃ

  • নিবন্ধন আবেদনের ধরন,
  • আবেদনের আইডি নং,
  • জন্ম তারিখ,
  • একটি পেমেন্ট গেটওয়ে (বিকাশ, নগদ) ।

শুধু মাত্র জন্ম নিবন্ধনেরই নয়, বরং মৃত্যু নিবন্ধনের ফি ও অনলাইনে একইভাবে জমা দেওয়া যায়। তাই চলুন আজকের এই আর্টিকেলে জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করার নিয়ম এবং জন্ম নিবন্ধন ফি কত টাকা সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

জন্ম নিবন্ধন পেমেন্ট করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধনের ফি পেমেন্ট করার জন্য, eservices.bdris.gov.bd লিংকে গিয়ে ই-পেমেন্ট অপশন সিলেক্ট করুন। তারপর আপনার Application ID ও জন্ম তারিখ লিখে Search করুন। আবেদনপত্রের তথ্য এলে, তা সিলেক্ট করে অটোমেটেড চালান সিস্টেমে গিয়ে জন্ম নিবন্ধন পেমেন্ট করতে পারবেন।

অনলাইনে অটোমেটেড চালান সিস্টেমে পেমেন্ট করার সময় বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের তালিকা দেখা যায়। সেখান থেকে একটি সিলেক্ট করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করা যায়। যেহেতু সরাসরি বিকাশ বা নগদ দিয়ে ফি পরিশোধ করলে এ-চালানের কপি সমস্যা হয়ে থাকে। তাই আমাদের পরামর্শ থাকবে কোন ব্যাংক সিলেক্ট করে, সেই ব্যাংকের আওতায় গিয়ে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে পেমেন্ট করা।

এভাবে জন্ম নিবন্ধন ফি প্রদান করার পর, পেমেন্ট এর রিসিট ডাউনলোড করে রাখতে হবে। কারন পরবর্তীতে নিবন্ধকের কার্যালয়ে এই রিসিট জমা দিয়েই সনদ নিতে হয়।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন কি | জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে?

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন পেমেন্ট | Epay Bdris Gov BD

অনলাইনে জন্ম নিবন্ধন ফি প্রদান করতেঃ

  • সর্বপ্রথম eservices.bdris.gov.bd লিংকে যান
  • ই পেমেন্ট অপশনে ক্লিক করুন
  • সংশ্লিষ্ট আবেদনের তথ্য পূরন করে সার্চ করুন
  • আবেদনের তথ্য এলে, তা কনফার্ম করুন
  • অটোমেটেড চালাম সিস্টেমে যান
  • ব্যাংক বা মোবাইল ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন
  • Bdris e payment সম্পন্ন করুন।

এই ধাপগুলো অনুসরন করে নিজেই অনলাইনে বিকাশের মাধ্যমে জন্ম নিবন্ধনের ফি পেমেন্ট করে দিতে পারবেন। তবে

এভাবে অনলাইনে পেমেন্ট করা অনেকটাই সহজ ও সুবিধাজনক। আপনি নিজেই বিকাশ বা নগদের মাধ্যমে এই পদ্ধতিতে ফি পরিশোধ করতে পারবেন। কিন্তু উপরের ধাপগুলো সংক্ষেপে তুলে ধরায় আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য নিচে প্রতিটি ধাপ আরও বিস্তারিতভাবে এবং ছবিসহ তুলে ধরা হলোঃ

ধাপ ১: Epay Bdris Gov BD সাইটে প্রবেশ

জন্ম নিবন্ধনের ফি অনলাইনে পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনাকে Epay Bdris Gov BD ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনি সরাসরি নিচের লিংকে যেতে পারেনঃ

https://eservices.bdris.gov.bd/

তারপর সেখানে বেশ কয়েকটি অপশন পাবেন। সেখান থেকে -পেমেন্ট লেখা ঘরের ‘প্রবেশ করুন’ লেখাতে ক্লিক করলেই epay.bdris.gov.bd ওয়েবপেজে নিয়ে যাবে।

ধাপ ২: আবেদনপত্রের তথ্য দিন

নতুন পেজে আসার পর, আপনি যেই নিবন্ধনের জন্য ফি পরিশোধ করতে চাচ্ছেন, সেই নিবন্ধনটির তথ্য দিয়ে সার্চ করতে হবে। এক্ষেত্রে প্রথমে আপনার আবেদনের ধরন সিলেক্ট করতে হবে। তারপর ২য় ঘরে আবেদনের আইডি নাম্বারটি লিখে দিবেন। ৩য় ঘরে সেই নিবন্ধনের জন্ম তারিখ লিখে দিবেন। তারপর ক্যাপচা ইমেজের কোডটি লিখে Search করলেই আপনার আবেদনের তথ্যগুলো দেখাবে।

ধাপ ৩: আবেদনের তথ্য কনফার্ম করুন

আবেদনের তথ্য দেখানোর পর আপনার তথ্যের সাথে মিল আছে কিনা দেখবেন। যদি স্ক্রিনে দেখানো তথ্যগুলো আপনার সনদের হয় তাহলে এখান থেকে Next -এ ক্লিক করে দিবেন। আবার নতুন পেজ ওপেন হলে একই তথ্য পূনরায় দেখাবে। সেখান থেকে Confirm লেখাতে ক্লিক করে দিলেই পরবর্তী ধাপে নিয়ে যাবে।

ধাপ ৪: পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন

এবার আপনার সামনে অটোমেটেড চালান বা A-Challan সিস্টেম ওপেন হবে। এখানে অনেকগুলো ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং অপশন দেখাবে। আপনার সুবিধামতো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দিবেন।

(বিঃদ্রঃ সাধারনত ব্যাংক থেকে পেমেন্ট করলে সাথে সাথেই পেমেন্টের চালান-কপি পাওয়া যায়, তাই একটি ব্যাংক সিলেক্ট করে তার আওতায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা বেশি সুবিধাজনক।)

ধাপ ৫: Bdris Online Payment করুন

এখানে ব্যাংকের পেমেন্ট গেটওয়ে অপশনে গিয়ে আবার মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিবেন। তারপর সেই মোবাইল ব্যাংকিং এর আওতায় আপনার নির্ধারিত ফি এর পরিমাণ ও প্রসেসিং ফি দেখাবে। তারপর আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন।

সেই নাম্বার ভেরিফাই করার জন্য একটি কোড আসবে, সেই কোডটি লিখে বিকাশ/ নগদের PIN Code দিয়ে কনফার্ম করলেই আপনার জন্ম নিবন্ধন ফি অনলাইন পেমেন্ট (Bdris e payment) হয়ে যাবে।

ধাপ ৬: জন্ম নিবন্ধন ই পেমেন্ট এর চালান কপি ডাউনলোড

অনলাইনে পেমেন্ট করার পর আপনাকে একটি চালান ফরম দেওয়া হবে। এটি আপনার নিবন্ধন ফি পরিশোধের প্রমানপত্র। তাই এখান থেকে এই ফরমটি প্রিন্ট বা ডাউনলোড করে নিবেন। এখানে আপনি ফরমের উপরে Print ও Download লেখা অপশন পাবেন। কাছাকাছি প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করে নিবেন। আর যদি প্রিন্টার না থাকে তাহলে ডাউনলোড করে রেখে পরে প্রিন্ট করে নিতে পারবেন।

পরবর্তীতে এই চালান ফরমটি স্থানীয় ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আপনার জন্ম/ মৃত্যু সনদটি সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৪

বর্তমানে জন্ম নিবন্ধন ফি এর পরিমাণ হলো- ০-৪৫ দিন হলে ০ টাকা, ৪৬ দিন থেকে ৫ বছর হলে, ফি ২৫ টাকা, বয়স ৫ বছরের বেশি হলে, ফি ৫০ টাকা দিতে হয়।

অনলাইনে পেমেন্ট করলে উপরোক্ত হারে সরকারি গেজেট অনুযায়ী নির্ধারিত ফি দিতে পারবেন। তবে অফলাইনে পেমেন্ট করলে কিছু ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে বেশি ফি চেয়ে থাকে।

যাইহোক, জন্ম নিবন্ধন এর ফি কত টাকা, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

জন্ম নিবন্ধন ফিঃ

বয়সনিবন্ধন ফি (দেশে)নিবন্ধন ফি (বিদেশে)
০ – ৪৫ দিনফ্রিফ্রি
৪৬ দিন – ৫ বছর২৫ টাকা$1 বা, ১ ডলার
৫ বছরের বেশি৫০ টাকা$1 বা, ১ ডলার

অনলাইন পেমেন্ট এর মাধ্যমে সংশোধন ফি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত অন্যান্য ফি ও পরিশোধ করা যায়।

আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়

Bdris e Payment করার ক্ষেত্রে সতর্কতা

অনলাইনে bdris e payment করার সময় আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। যেমনঃ

  • যেন ভুল আবেদন আইডি লিখে অন্য কারো নিবন্ধনের পেমেন্ট না হয়ে যায়। তাই সঠিকভাবে দেখে দেখে আপনার আবেদনক আইডিটি লিখবেন।
  • আবেদন আইডি লিখে সার্চ করার পর যখন আবেদনকারীর তথ্যগুলো দেখাবে। সেখান থেকেও যাচাই-বাছাই করে নিবেন যে সেই নিবন্ধনের তথ্যটি আপনার কিনা।
  • আরেকটি বিষয় হলো, পেমেন্ট করার পর যেই রিসিট বা চালানের কপিটি আপনাকে দেওয়া হবে, সেটি সাথে সাথেই ডাউনলোড করে রাখবেন।

A-Challan এর কপি ডাউনলোড না করলে, পরবর্তীতে চালানের কপি ছাড়া ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে সেবা নিতে পারবেন না এবং পূনরায় পেমেন্ট করতে হতে পারে।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন পসিবল ডুপ্লিকেট সমস্যায় করণীয়

শেষকথা

অনলাইনে জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করার বিস্তারিত পদ্ধতি এই আর্টিকেল থেকে জানতে পারলেন। তবে অনলাইনে যদি সার্ভারে সমস্যার কারনে ফি পরিশোধ করতে না পারেন। তাহলে সরাসরি ইউনিয়ন পরিষদেই ফি পেমেন্ট করতে হবে। কারন bdris e payment এর সার্ভারে অনেকসময়ই সমস্যা থাকে।

আশাকরি সম্পূর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আরও কোন প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *