Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

আপনার জন্ম সনদের অনলাইন কপি কি বের করতে চাচ্ছেন? তাহলে জেনে নিন অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার পদ্ধতি।

নতুন নিবন্ধন করার পর কিংবা সংশোধন আবেদন করার পর, ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ পেতে অনেকদিন সময় লাগতে পারে। এক্ষেত্রে জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য আমরা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারি।

আবার কিছু কিছু সরকারি ও বেসরকারি কর্মকান্ডে জন্ম সনদের সার্ভার কপি বা pdf কপিটি চেয়ে থাকে। ফলে অনেকেই জানতে চায়, অনলাইন থেকে কিভাবে জন্ম নিবন্ধন বের করা যাবে। তাই আপনাদের সুবিধার জন্য এই আর্টিকেলে Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার প্রক্রিয়া ও সঠিক গাইডলাইন জানিয়ে দেওয়া হলো।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম সনদ ডাউনলোড করার জন্য everify.bdris.gov.bd -লিংকে গিয়ে আপনার জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার নম্বর ও YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখবেন। তারপর ক্যাপচার উত্তর লিখে Search করবেন। এবার জন্ম সনদের তথ্য আসলে কিবোর্ড থেকে Ctrl + P একসাথে প্রেস করে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

এভাবে অনলাইন থেকে খুব সহজেই আপনার birth certificate online copy download করে নিতে পারবেন। তবে এটি একটি সার্ভার কপি, ইউনিয়ন পরিষদের মূল কপি নয়। bdris সার্ভারে আপনার নিবন্ধনের যেসকল তথ্য আপলোড করা আছে, এখানে মূলত সেগুলোই দেখতে পাবেন। যাইহোক, এটি আপনি মূল কপির মতোই ব্যবহার করতে পারবেন।

যাদের কম্পিউটার আছে, তারা সরাসরি Ctrl + P বাটন চেপে প্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা মোবাইল থেকে চেষ্টা তথ্য চেক করবেন, তারা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারেন।

আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন সহজেই

জন্ম নিবন্ধন PDF কপি পেতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন সনদের পিডিএফ কপি অনলাইন থেকে বের করতে আপনাকে ২টি তথ্য লিখতে হবে। যথাঃ

  • ১৭ সংখ্যার ডিজিটাল নিবন্ধন নম্বর
  • জন্ম তারিখ।

এছাড়াও আপনার একটি স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। তবে অনলাইন কপি পেতে কোন ফি দিতে হবেনা।

আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়

Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

Birth Certificate এর অনলাইন কপি ডাউনলোদ করতে,

  • সর্বপ্রথম, bdris.gov.bd লিংকে ভিজিট করুন
  • জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ লিখুন
  • ক্যাপচা পূরন করে Search করুন
  • নিবন্ধনের তথ্য এলে, কিবোর্ড থেকে Ctrl + P চাপুন
  • জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন।
birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন

উপরে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি ধাপে জন্ম সনদ বের করার পদ্ধতি জানতে পেরেছি। তবে এই পদ্ধতিটি অনেকের কাছেই কঠিন মনে হতে পারে, কারন বিস্তারিতভাবে লেখা নেই। তাই আপনাদের কাছে বিষয়টি আরও সহজ করে দেওয়ার জন্য, নিচে আরও বিস্তারিতভাবে ছবিসহ ধাপগুলো দেখিয়ে দেওয়া হলোঃ

ধাপ ১: Bdris সার্ভারে যান

Bdris সার্ভারে বাংলাদেশের সকল নাগরিকদের জন্ম নিবন্ধনের তথ্য আপলোড করা থাকে। তাই এখান থেকেই আপনার জন্ম সনদের কপি বের করতে পারবেন। এটি হলো জন্ম ও মৃত্যু নিবন্ধনের সরকারি ওয়েবসাইট। যাইহোক, সরাসরি এই সার্ভারের কাঙ্খিত পেজে যেতে, এই লিংকটিতে ক্লিক করুনঃ

ধাপ ২: নিবন্ধনের কোড নম্বর দিন

সাধারনত প্রতিটি জন্ম নিবন্ধনের জন্যই একটি ইউনিক ১৭ সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার থাকে। অনলাইনে আপনার জন্ম নিবন্ধন পেতে সেই ১৭ সংখ্যার কোডটি লিখতে হবে। সার্ভারের অনুসন্ধান পেজের প্রথম ঘরটিতে এই রেজিস্ট্রেশন কোডটি লিখবেন

ধাপ ৩: Date of Birth লিখুন

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য, অনুসন্ধান পেজের ২য় ঘরটিতে আপনার জন্ম তারিখ সঠিকভাবে লিখে দিতে হবে। এখানে সার্ভারের একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাট ছাড়া তথ্য অনুসন্ধান করা যাবেনা। ফরম্যাট টি হলো – “YYYY-MM-DD”, বা প্রথমে বছর, তারপর মাস ও শেষে দিনের সংখ্যা। এভাবে আপনার জন্ম তারিখটি লিখে দিবেন।

এছাড়াও আপনার সুবিধা হবে যদি আপনি ক্যালেন্ডার অপশন থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দেন। সেক্ষেত্রে খালিঘরে ক্লিক করার পর, ক্যালেন্ডার অপশন আসলে জন্ম তারিখের বছর, মাস ও দিন সিলেক্ট করে দিবেন।

ধাপ ৪: ক্যাপচার উত্তর লিখে Search করুন

অনুসন্ধান পেজের সর্বশেষ ঘরে একটি ক্যাপচার গাণিতিক যোগফল বা বিয়োগফল লিখতে হবে। এটি হিউম্যান ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর জন্য ৩য় খালিঘরের উপরে একটি ছবি দেওয়া থাকবে। সেই ছবিতে দেওয়া সংখ্যা গুলোর গাণিতিক সমাধান করে, নিচের ঘরে উত্তরটি লিখে দিবেন। তারপর “Search” লেখা বাটনটিতে ক্লিক করে দিবেন।

ধাপ ৫: Birth Certificate Online Copy দেখুন

উপরোক্তভাবে ৩টি ঘর পূরন করে অনলাইনে সার্চ করার পর আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি সামনে চলে আসবে। সেখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের বাংলা ও ইংরেজি তথ্যগুলো একসাথে দেখতে পাবেন। আর যদি তথ্যগুলো ইংরেজি করা না থাকে, তাহলে সার্ভার কপিতে শুধুমাত্র বাংলা তথ্যই দেখানো হবে। যাইহোক, এই তথ্য পেজ থেকেই Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই | Birth Certificate Application Status.

ধাপ ৬: জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড PDF

আপনার জন্ম নিবন্ধনের সার্ভার বেইজড পিডিএফ কপিটি আপনার সামনে চলে আসলে আপনি তা ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য কিবোর্ড থেকে Ctrl + P একসাথে প্রেস করবেন। তারপর Print Preference বক্স সামনে আসলে ডাউনলোড বা প্রিন্ট করার জন্য আলাদা আলাদা অপশন সিলেক্ট করতে হবে।

এখানে প্রিন্ট করার জন্য সরাসরি সেটিংস ঠিক করা থাকবে। তবে আপনি যদি ডাউনলোড করতে চান, তাহলে Print Preference বক্স থেকে Destination অপশনে Save to PDF সিলেক্ট করতে হবে। তারপর নিচের Save অপশনে ক্লিক করলেই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন পেমেন্ট করার নিয়ম | Bdris Payment Online.

এখান থেকে যদি জন্ম সনদ ডাউনলোড করে থাকেন, তাহলে পরবর্তীতে সেই কপিটি কোন একটি কম্পিউটার সার্ভিসের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। তারপর আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন।

আশাকরি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার বা Birth certificate online copy download করার সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। এ সম্পর্কে আপনার আর কোন তথ্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

FAQ’s

(১) ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাবে কি?

না। অনলাইনে থেকে মূল ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ বের করতে পারবেন না। অনলাইন থেকে শুধু সার্ভার কপি বা পিডিএফ কপিটিই নিতে পারবেন। মূল কপির জন্য আপনাকে আপনার এলাকার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে।

(২) হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যায় কি?

হ্যা। অনলাইন থেকে আপনি হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন। তবে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ লাগবে। আর এগুলো না থাকলে সরাসরি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে আপনার সনদ রিপ্রিন্ট করে নিতে হবে।

(৩) জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে কত টাকা লাগে?

জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি বা সার্ভার কপি ডাউনলোড করতে কোন টাকা লাগেনা। শুধু একটি স্মার্টফোন/ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই Birth certificate online copy download করে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *