অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই | everify.bdris.gov.bd
ঘরে বসেই নিজের হাতের স্মার্টফোন দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করা যায়। এর সম্পূর্ণ গাইডলাইন এই আর্টিকেলে পাবেন।
এই টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেনঃ
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে আপনার কাছে ২টি তথ্য থাকলেই হবে। যথা:
এছাড়া মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলেই birth certificate check করতে পারবেন। শুধু সনদ যাচাই করাই নয়, বরং যাচাইয়ের পর আপনি সেই সনদের কপি pdf আকারে ডাউনলোডও করতে পারবেন।
অনলাইনে Bdris Gov BD জন্ম সনদ যাচাই করার আগে সঠিক পদ্ধতি ও নির্দেশনা জেনে নিতে সম্পূর্ণ আর্টিকেলটি দেখুন/ পড়ুন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ২০২৫
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে, everify.bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রথম ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন কোড ও ২য় ঘরে জন্ম তারিখ লিখে, ক্যাপচা পূরন করবেন। তারপর search করলেই জন্ম নিবন্ধন অনলাইন যাচাই হয়ে আপনার নিবন্ধনের তথ্যগুলো চলে আসবে সাথে সাথে।
অথবা, আপনি নিচের ফরমটি পূরন করেও আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারেনঃ
এখানে আপনার নিবন্ধনটি ১৭ সংখ্যার ও অনলাইন করা হতে হবে। অন্যথায়, আপনার নিবন্ধনটি চেক করতে বা pdf কপি ডাউনলোড করতে পারবেন না।
মূলত এখানে আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হলে, তথ্যগুলো পূরন করার পর, নিবন্ধন টি অনলাইনে থাকলে তথ্যসহ একটি নতুন পেজ আসবে। কিন্তু নিবন্ধনের তথ্য অনলাইনে না থাকলে No Record Found লেখা আসবে।
আরও পড়ুনঃ
- Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পদ্ধতি
- জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
নিবন্ধনের কোড নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে, আপনাকে ভিজিট করতে হবে everify.bdris.gov.bd সাইটে। তারপর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখের তথ্য এন্ট্রি করে, ক্যাপচা পূরন করে Search করলেই jonmo nibondhon jachai করা যাবে।
অর্থাৎ, অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে,

এভাবে খুব সহজেই আপনার birth certificate check হয়ে যাবে। তারপর নিবন্ধনের তথ্য চেক করে নিতে পারবেন নিজেই। পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধনের কপিও ডাউনলোড করে নিতে পারবেন।
প্রক্রিয়াটি আরও বিস্তারিত ভাবে সহজ ভাষায় বুঝতে নিচের অংশটুকু পড়ুনঃ
Step 1: ভিজিট করুন everify Bdris.gov.bd
অনলাইনে জন্ম সনদ চেক করতে, আপনাকে সর্বপ্রথম https://everify.bdris.gov.bd/ সাইটে যেতে হবে। এটি জন্ম নিবন্ধন চেক করার সরকারি ও অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করার জন্য আপনি এই লিংকে ক্লিক করতে পারেনঃ
লিংকটিতে ক্লিক করার পর আপনার কাঙ্খিত মূল পেজটি ওপেন হবে। সেখানে ৩টি খালি ঘর সম্বলিত একটি পেজ দেখাবে। এই পেজের খালি ঘর গুলোতে নির্ধারিত সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায়।
Step 2: জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351 কোড লিখুন
এবার, Everify bdris.gov.bd ওয়েবসাইটের অনুসন্ধান ফরমের ১ম ঘরে জন্ম নিবন্ধন নম্বর লিখবেন। আপনি যেই নিবন্ধন/ সনদটি চেক করতে চাচ্ছেন, এখানে সেই নিবন্ধনের নাম্বারটিই লিখতে হবে।
তবে খেয়াল রাখবেন, অবশ্যই ১৭ সংখ্যার Birth Registration Number লিখতে হবে।

Step 3: জন্ম তারিখ (YYYY-MM-DD) লিখুন
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য, আপনার সঠিক জন্ম তারিখটি ওয়েব পেজে লিখে দিতে হবে। verify bdris gov bd সাইটে, ২য় ঘরে জন্ম তারিখ লিখবেন।
এখানে Date of Birth (YYYY-MM-DD) লেখা ঘরে জন্ম তারিখটি YYYY-MM-DD (বছর-মাস-দিন সংখ্যা) ফরম্যাটে লিখে দিবেন।

এছাড়াও আপনি খালিঘরে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার অপশন চলে আসবে। সেই ক্যালেন্ডার বক্সটি থেকে একে একে জন্ম তারিখ সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে,

উপরের ছবির মতো সংখ্যাগুলোতে ক্লিক করলেই জন্ম তারিখের খালিঘরটি পূরন হয়ে যাবে।
Step 4: ক্যাপচার যোগফল/ বিয়োগফল লিখুন
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে bdris সার্ভারের ৩য় ঘরটিতে হিউম্যান ভেরিফিকেশনের জন্য একটি গানিতিক প্রশ্নের উত্তর লিখতে হয়।
মূলত এখানে ২টি সংখ্যার মধ্যকার যোগফল বা বিয়োগফল লিখতে হয়। সেই সংখ্যাগুলো উপরের একটি ছবিতে প্রশ্ন আকারে দেওয়া থাকবে। সেখানের প্রশ্নের ফলাফলটি নিচের ঘরে লিখে দিবেন।

Step 5: অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করুন
সবগুলো ঘরের তথ্য পূরণ করা হয়ে গেলে, ওয়েবপেজের একদম নিচে থাকা “Search” লেখা অপশনটিতে ক্লিক করবেন।
এরপর স্ক্রিনের এই ওয়েবপেজটি Reload হয়ে Redirect করে আপনাকে একটি নতুন ওয়েবপেজে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার নিবন্ধনের তথ্যগুলো একসাথে দেখতে পাবেন।
Step 6: E Verify Bdris.Gov.BD Check করুন
অনলাইনে নিবন্ধন ভেরিফাই করার পর আপনার সনদের তথ্য পেজটি স্ক্রিনে দেখতে পাবেন। মূলত এটি আপনার নিবন্ধনের জন্য Bdris সার্ভারে সংরক্ষিত সকল তথ্যের একটি অনলাইন pdf ভার্সন।
এখানে আপনার নিবন্ধনের বাংলা ও ইংরেজি তথ্যগুলো দুই পাশে আলাদা আলাদা দেখাবে।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে যেসকল তথ্য দেখবেন
জন্ম নিবন্ধনের তথ্য পেজে Bdris Gov Bd সাইটের লোগো ও অন্যান্য প্রাতিষ্ঠানিক তথ্য দেখাবে। এছাড়াও সেখানে আপনার নিবন্ধনের নিম্নোক্ত তথ্যগুলো দেখতে পাবেন:
ব্যাস, এভাবে আপনি স্মার্টফোন দিয়েও মোবাইলে birth certificate verification করতে পারবেন। এবার আপনি চাইলে এই যাচাই করা pdf কপিটি প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বা ডাউনলোড করে নিতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে, প্রথমে everify.bdris.gov.bd ওয়েবসাইটে জন্ম সনদ চেক করতে হবে। তারপর যাচাইকৃত তথ্যপেজে থাকা অবস্থাতেই আপনার কিবোর্ড থেকে Ctrl + P একসাথে চাপতে হবে। কম্পিউটার স্ক্রিনের কমান্ড বক্স আসলে Print Preference ঠিক করে জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।

আপনার কাছে প্রিন্টার না থাকলে, Print Preference অপশন থেকে Save to PDF অপশনটি সিলেক্ট করে Save অপশনে ক্লিক করে ডাউনলোড করে রাখবেন। আর যারা মোবাইলে সনদ যাচাই করবেন, তারা ডাউনলোড অপশন পাবেন না। সেক্ষেত্রে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download
মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে, মোবাইলের Google Chrome Browser ওপেন করে https://everify.bdris.gov.bd/ সাইটে যাবেন। তারপর খালিঘরে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখবেন (বছর-মাস-দিন ফরম্যাটে)। শেষে গাণিতিক প্রশ্নের ফলাফল লিখে Search করলেই মোবাইলের স্ক্রিনে জন্ম নিবন্ধনের তথ্য দেখাবে।
এভাবে শুধুমাত্র আপনার একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। আপনি যদি এভাবে মোবাইল দিয়ে জন্ম তথ্য যাচাই করে থাকেন, তাহলে ডাউনলোড করার জন্য ব্রাউজারের 3 Dot আইকনে ক্লিক করবেন।
এরপর শেয়ার লেখাতে ক্লিক করে pdf অপশনে পূনরায় ক্লিক করলেই পিডিএফ কপি বের করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার গুরুত্ব
জন্ম নিবন্ধন সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পেতে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। অনলাইনে birth certificate check করার গুরুত্বপূর্ণ কয়েকটি কারন হলোঃ
এছাড়াও নানা প্রয়োজনে আমরা অনলাইনে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে উপকৃত হতে পারি।
Bdris e Verify
জন্ম নিবন্ধন চেক করতে, everify.bdris.gov.bd লিংকে ভিজিট করা লাগবে। তারপর আপনার Birth registration নাম্বার ও জন্ম তারিখ YYYY-MM-DD ফরম্যাটে লিখবেন। সর্বশেষে, ক্যাপচা পূরন করে সাবমিট করলেই jonmo nibondhon check হয়ে যাবে।
Jonmo Nibondhon Jachai
To verify your birth registration on the internet, first visit the verification webpage by clicking the link – everify.bdris.gov.bd. After that, enter your 7 digit birth registration number, date of birth and the captcha. Then click on “Search”. Finally, you will find all the information of your birth certificate.
You can also print or download the birth certificate online copy (pdf copy) after verifying it online.
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ’s)
আপনারা জন্ম নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করে থাকেন। সেগুলোর উত্তর নিচে জেনে নিতে পারেনঃ
হ্যাঁ। নাম দিয়েও জন্ম নিবন্ধন ভেরিফাই করতে পারবেন। কিন্তু শুধুমাত্র নাম দিয়ে অনলাইনে নিজে নিজে জন্ম সনদ চেক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সরাসরি স্থানীয় ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে।
অনলাইনে jonmo nibondhon check করার জন্য, ১৭ সংখ্যার নাম্বার ও জন্ম তারিখ লিখতে হয়। এসময় YYYY MM DD ফরম্যাটে জন্ম তারিখটি লিখতে হয়। অর্থাৎ, বছর-মাস-দিন, এভাবে ধারাবাহিকভাবে লিখতে হয়।
হ্যাঁ। জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার কোড দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন অনুসন্ধান করা যায়। এক্ষেত্রে নিবন্ধন কোডটি অবশ্যই ১৭ সংখ্যার লিখতে হবে এবং জন্ম তারিখও লেখা লাগবে।
জন্ম সনদ যাচাইয়ের অনলাইন চেক Apps বলতে জন্ম নিবন্ধন অনুসন্ধান করার ফরম সম্বলিত কোন এপ্সকে বুঝানো হয়। প্রকৃতপক্ষে সনদ যাচাইয়ের জন্য সরকারি কোন মোবাইল অ্যাপ্লিকেশন নেই, শুধু ওয়েবসাইটেই যাচাই করা যায়। যাইহোক, আমাদের এই আর্টিকেলেও অনলাইন চেক Apps এর মতো একটি ফর্ম দেওয়া আছে। সেখানে নিবন্ধনের যাবতীয় তথ্য পূরন করে চেক করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে কোন টাকা লাগেনা। শুধুমাত্র আপনার একটি স্মার্টফোন/ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। তাহলেই নিজে নিজে সনদ চেক করে নিতে পারবেন।
This is a really nice tutorial blog. It’s provides us very engaging and well organized information for checking our digital birth certificate online. I’ll check back for more posts like this one. Thanks for sharing this🙂
Thanks for your valuable comment🙂 please, feel free to ask any question about birth certificate.. you are always welcome,,,
আমার জন্ম নিবন্ধনের কপি অনলাইন থেকে ডাউনলোড করা জরুরী। উপরের দেখানো নিয়মে যেই নিবন্ধনের কপি পাবো, সেটি কি বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে?
হ্যাঁ। এটি আপনি বিভিন্ন জরুরী কাজে দেখাতে পারবেন। তবে ইউনিয়ন পরিষদের মূল কপিটি বিভিন্ন কার্যালয়ে জমা নিয়ে থাকে এবং শিশুদের বিদ্যালয়ে ভর্তির জন্য মূল কপিরই প্রয়োজন থাকে। তাই ভালো হবে যদি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে কার্যালয়ের স্বাক্ষরিত ও সিল দেওয়া জন্ম সনদটি সংগ্রহ করে নেন। আশাকরি বুঝতে পেরেছেন👍
Your explanation process in this post is great. In fact, an student of class 6 can easily understand the process of birth certificate verification online😊 after reading this article. Thanks for your engaging guideline. I will get back to this post again, if I forgot the process. That’s really helpful 🙂🙂
Thanks for your motivational comment. We will try to provides this kind of tutorial and informational blogs for Bangladeshi citizens. your comment motivated us to work more on social improvements ❤️❤️.