দেশের জন্ম নিবন্ধন শতভাগ করার লক্ষ্যমাত্রা
২০৩০ সালের মধ্যে শিশুর জন্মের এক বছরের মধ্যেই শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও মৃত্যুর ১ বছরের মধ্যে ৮০% মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এসডিজি। সেই লক্ষ্যেই নিবন্ধন সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।
গত ৬ অক্টোবর ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জন্ম নিবন্ধন সংক্রান্ত নানা বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন। সেখানে দেশের জন্ম নিবন্ধন শতভাগ করার লক্ষ্যমাত্রা সম্পর্কেও বক্তব্য উঠে এসেছে।
এই আলোচনা সভায় বলা হয়, “এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য CRVS (Civil Registration and Vital Statistics) দশক ঘোষণা করা হয়েছিল ২০১৫-২০২৪ সাল পর্যন্ত সময়কে। সেখানে বাংলাদেশের জন্য ২০২৪ সালের মধ্যেই ‘শিশুর জন্মের এক বছরের মধ্যে জন্ম নিবন্ধনের হার ১০০% সম্পন্ন করার এবং মৃত্যু নিবন্ধনের হার ৫০% সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ছিল’। আর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা SDG অনুযায়ী, ২০৩০ মধ্যে ‘শিশুর জন্মের এক বছরের মধ্যে জন্ম নিবন্ধনের হার শতভাগ এবং মৃত্যু নিবন্ধনের হার ৮০ শতাংশ করতে হবে। কিন্তু বিলম্বিত নিবন্ধনের কারণে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছেনা।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই | everify.bdris.gov.bd
এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ‘এ এফ হাসান আরিফ’। তিনি তার বক্তব্যে বলেন, “২০৩০ সালের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য নিবন্ধন সংক্রান্ত সচেতনতা বাড়ানো জরুরী। এক্ষেত্র নিবন্ধনের সুফল সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। নিবন্ধন বাড়ানোর ক্ষেত্রে যেসকল সমস্যার সম্মুখীন হতে হয়, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।”