জন্ম নিবন্ধন আবেদন অবস্থা জানুন | Birth Certificate Application Status Check
নতুন জন্ম নিবন্ধন, সংশোধন কিংবা রি-প্রিন্টের জন্য আবেদন করে থাকলে, আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই করার নিয়ম জেনে নিন।

জন্ম নিবন্ধনের সেবা সমূহ এখন অনলাইন ভিত্তিক হওয়ায়, অনলাইনে নতুন নিবন্ধনের আবেদন ও সংশোধনের আবেদন করা যায় খুব সহজেই। নতুন নিবন্ধন বা পুরাতন সনদটি সংশোধনের আবেদন করার পর, সনদ হাতে পেতে অনেকদিন সময় লাগে।
এ সময় আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা, অথবা সনদটি প্রিন্ট/ তৈরি হয়েছে কি-না, তা জানার ব্যাপক গুরুত্ব রয়েছে। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই (bdris.gov.bd birth certificate application status check) করে এটি জেনে নিতে পারবেন।
জন্ম নিবন্ধন আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে আপনার প্রয়োজন হবে-
- উক্ত জন্ম সনদের সঠিক জন্ম তারিখ, ও
- এপ্লিকেশন আইডি। (জন্ম নিবন্ধন আবেদন বা সংশোধন আবেদন সাবমিট করার পর, এই এপ্লিকেশন আইডিটি দেওয়া হয়।)
নিচের লেখা থেকে নতুন আবেদন এবং জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক করার সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।
জন্ম নিবন্ধন আবেদন অবস্থা
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে, bdris.gov.bd/br/application/status – লিংকে গিয়ে, আবেদনের ধরন, Application ID ও জন্ম তারিখ দিন। তারপর ‘দেখুন’ লেখাতে ক্লিক করলেই জন্ম নিবন্ধন আবেদন অবস্থা জানতে পারবেন।
কিন্তু বর্তমানে দেশের সাধারন নাগরিকদের জন্য নিজে নিজে জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাই করার সুযোগ নেই। বরং এটি সরাসরি ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়ের আওতাধীন করা হয়েছে।
এভাবে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগন প্রাতিষ্ঠানিক ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে bdris আবেদনের অবস্থা ওয়েবসাইটে ডাটাবেজে লগইন করে। তারপর সঠিক Application ID ও জন্ম তারিখ দিতে পারলেই, আবেদনের তথ্য বের করা যাবে।
সেক্ষেত্রে, জন্ম নিবন্ধন আবেদনের সর্বশেষ অবস্থা জানতে, জন্ম নিবন্ধনের এপ্লিকেশন আইডি ও সঠিক জন্ম তারিখ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভায় যান। তারপর সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা জানিয়ে দিবে।
আরও পড়ুনঃ
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই
Bdris.gov.bd application status check করতে,
তবে, বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার সুযোগ Bdris সার্ভার থেকে সাধারণ নাগরিকদের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে এই কার্যক্রম পুনরায় চালু করা হলে আবারও অনলাইনে চেক করতে পারবেন।
তাই অনলাইনে bdris আবেদনের অবস্থা চেক করার বিস্তারিত পদ্ধতিটি নিচে ছবিসহ ধাপে ধাপে তুলে ধরা হলো:
ধাপ ১: আবেদনপত্রের অবস্থা পেজে যান
Bdris ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ওয়েবপেজ থেকে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা চেক করা যায়।
সরাসরি সেই পেইজে প্রবেশ করতে bdris.gov.bd/br/application/status -এই লিংকে ক্লিক করুন। তারপর সেই ওয়েবপেজটি ওপেন হলে, ৩টি খালিঘর সম্বলিত একটি পেজ দেখতে পাবেন।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম ২০২৪
ধাপ ২: আবেদনের ধরণ নির্বাচন করুন
অনুসন্ধান পেজে ৩টি খালিঘরের প্রথমটিতে আপনার জন্ম নিবন্ধন সংক্রান্ত আবেদনপত্রের ধরণ সিলেক্ট করতে হবে। এখানে আপনি জন্ম নিবন্ধন আবেদন সিলেক্ট করলে, নতুন আবেদনের অবস্থা জানতে পারবেন। আর যদি, “জন্ম তথ্য সংশোধন আবেদন” অপশনটি সিলেক্ট করেন, তাহলে আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানতে পারবেন।

অর্থাৎ, জন্ম ও মৃত্যু নিবন্ধনের কি ধরনের সেবার জন্য আপনি আবেদন করেছিলেন তা সিলেক্ট করতে হবে। (যেমন: নতুন নিবন্ধন, সংশোধন, রিপ্রিন্ট ইত্যাদি)।
এখানে তালিকাটি থেকে আপনার আবেদনপত্রের সঠিক ধরনটি সিলেক্ট করবেন।
ধাপ ৩: অ্যাপ্লিকেশন আইডি লিখুন
অনুসন্ধান পেজের ২য় খালি ঘরটিতে আপনার জন্ম নিবন্ধন আবেদনের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি (Application ID Number) সঠিকভাবে লিখবেন।
মূলত, জন্ম নিবন্ধনের আবেদন করার পর যেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেওয়া হয়, এখানে সেটিই লিখতে হবে।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করুন নিজেই।
ধাপ ৪: জন্ম তারিখ লিখুন
অনুসন্ধান পেজের ৩য় খালি ঘরটিতে আপনার জন্ম নিবন্ধনে দেওয়া সঠিক জন্ম তারিখ একটি লিখুন। এখানে আপনি সরাসরি আপনার জন্ম তারিখটি ‘দিন/মাস/বছর’ – এই ফরম্যাটে লিখে দিতে পারেন।

অথবা, খালি ঘরটিতে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার অপশন পাবেন। সেই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখের দিন, মাস ও বছরের সংখ্যা সিলেক্ট করবেন।
আরও পড়ুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন ২০২৪
ধাপ ৫: জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই করুন
আবেদনের অবস্থা যাচাই পেজের ৩টি খালিঘরের তথ্য পূরণ করার পর, নিচের ‘দেখুন’ লেখাটিতে ক্লিক করবেন। তাহলেই আপনার জন্ম নিবন্ধন আবেদন অবস্থা চেক হয়ে যাবে।
আপনার দেওয়া অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ সঠিক হলে নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখানে বিস্তারিত ভাবে আপনার birth certificate application status দেখতে পাবেন।

আপনার আবেদনগুলো এপ্রুভ হলে, ‘Registered’ বা ‘Approved’ লেখা দেখতে পারেন। কিন্তু আবেদন এপ্রুভ না করে বাতিল করা হলে ‘Rejected’ লেখা দেখাবে। পাশাপাশি স্ট্যাটাস পেজে সর্বশেষে আবেদন প্রত্যাখ্যানের কারণ উল্লেখিত থাকতে পারে।
আরও পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪
নতুন জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাই
অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাই করার জন্য-
- প্রথমেই, bdris.gov.bd/br/application/status – লিংকে প্রবেশ করুন।
- আপনার আবেদনের ধরন নির্বাচন করুন। (আবেদন, সংশোধন আবেদন, রিপ্রিন্ট ইত্যাদি)
- সঠিক অ্যাপ্লিকেশন আইডি লিখুন।
- জন্ম তারিখ দিন।
- ‘দেখুন’ অপশনে ক্লিক করুন।
- bdris.gov.bd application status চেক করুন।
উপরোক্ত ভাবে অনলাইনে birth certificate application status check করা যায়।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন পসিবল ডুপ্লিকেট সমস্যায় করণীয়
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানতে, bdris.gov.bd/br/application/status পেজে যান। তারপর আবেদনপত্রের ধরন অপশনে ‘জন্ম তথ্য সংশোধন এর আবেদন’ -এই অপশনটি সিলেক্ট করে এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ লিখে সার্চ করতে হবে।

ব্যাস, আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
যাইহোক, সবচেয়ে ভালো হয় আপনি নিজে নিজে স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়ে গিয়ে আবেদনের অবস্থা চেক করে আসলে।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে ২০২৪
জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা বিশ্লেষণ
উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা (Birth Certificate Application Status Check) জেনে নিতে পারবেন।
কিন্তু অনলাইনে bdris আবেদনের অবস্থা চেক করার পর, আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে কি-না তা কিভাবে বুঝবেন? সে সম্পর্কেও জানা জরুরী।
এক্ষেত্রে অনলাইনে আবেদন স্ট্যাটাস চেক করার পর যদি ‘আবেদনপত্রের অবস্থা’ অপশনে Approved/ Registered লেখা দেখতে পান, তাহলে বুঝবেন আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে।
আর যদি ‘আবেদনপত্রের অবস্থা’ অপশনে Rejected লেখা দেখতে পান, তাহলে বুঝবেন আপনার আবেদনটি এপ্রুভ হয়নি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে আবেদন এপ্রুভ না হওয়ার কারণ জেনে নিন।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়.
Bdris.Gov.BD Application Status Check
bdris আবেদনের অবস্থা চেক করার জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের আবেদন যাচাই পেজে গিয়ে আবেদনের ধরন, আবেদনের আইডি ও জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে। তাহলেই bdris.gov.bd application status জানতে পারবেন।
সাধারনত নতুন জন্ম নিবন্ধন আবেদন করার পরই আবেদনকারীরা birth registration application status চেক করে, তাদের জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে চায়। এক্ষেত্রে উপরোক্ত পদ্ধতিতে সার্চ করে জানতে পারবেন।
ইউনিয়ন পরিষদ থেকে Bdris আবেদনের অবস্থা যাচাই
বর্তমানে অনলাইনে জন্ম সনদ আবেদনের ও সংশোধনের অবস্থা জানার পদ্ধতিটি কিছুটা কঠিন করা হয়েছে। এখন থেকে জন্ম সনদের অবস্থা জানতে bdris সার্ভারে লগইন করে নিতে হয়। কিন্তু এর জন্য আপনার প্রয়োজন হবে ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড। এটি একটি ঝামেলাপূর্ন কাজ। তাই এক্ষেত্রে আপনি সরাসরি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলেই আবেদন অবস্থাটা জানা বেশি সহজ হবে।
আপনার এলাকার ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে, আবেদনের ধরন ও আবেদন নাম্বার জানালেই সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার bdris আবেদনের অবস্থা চেক করে দিবে।
আরও পড়ুনঃ ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম।
শেষকথা
উপরোক্ত আলোচনা থেকে আপনারা জন্ম নিবন্ধন আবেদন অবস্থা জানার বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে জানতে পারলেন। এভাবে আপনার নতুন সনদের আবেদনের অবস্থা ও জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জেনে নিতে পারবেন সহজেই।
এখানে দেখানো পদ্ধতিতে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে, birth certificate application status check করে জেনে নিন আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে কি-না। ধন্যবাদ।