জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম ২০২৫
যাদের বাংলা জন্ম নিবন্ধন সনদ রয়েছে, কিন্তু ইংরেজি সনদ নেই, তারা জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এখান থেকে ।

আগে বাংলাদেশের জন্ম নিবন্ধনে শুধুমাত্র বাংলা তথ্যই থাকতো। কিন্তু বর্তমানে নাগরিক সেবাসমূহ অনলাইন ভিত্তিক ও ডিজিটাল করার পর জন্ম সনদ ইংরেজি তথ্য যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
আমাদের এনআইডি কার্ড, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে ইংরেজি তথ্য থাকে। আর এই সকল ডকুমেন্টগুলো তৈরি করা হয় জন্ম নিবন্ধনের পরিচয়বাচক তথ্যের ভিত্তিতেই।
তাই প্রতিটি ডকুমেন্টে নির্ঝঞ্ঝাট সঠিক তথ্য রাখতে জন্ম নিবন্ধন সনদ ইংরেজি করা আবশ্যক হয়ে পড়েছে । বর্তমানে শিশুর জন্ম সনদ ইংরেজি পারেন না থাকলে বিদ্যালয়েও ভর্তি করতে চাইবে না।
তাই জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম, অনলাইনে আবেদন প্রক্রিয়া, কি কি লাগবে, কত টাকা ও সময় লাগবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লেখা থেকে।
জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম
জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য, bdris.gov.bd/br/correction এই লিংকে গিয়ে আপনার জন্ম সনদ সার্চ করে নিবন্ধন সিলেক্ট করুন। তারপর নাম ও পিতা-মাতার নামের ইংরেজি তথ্য দিন এবং সকল ঠিকানার বাংলা ও ইংরেজি তথ্য পূরন করুন। এবার উপযুক্ত ডকুমেন্টস আপলোড করে, আবেদনকারীর তথ্য দিয়ে আবেদন সাবমিট করবেন।
অনলাইনে আবেদন সাবমিট করার পর আবেদনপত্রের কপি প্রিন্ট করে নিবেন। তারপর সেই প্রিন্টেড কপি ও ইংরেজি তথ্যের প্রমানপত্রের ডকুমেন্টস গুলো সাথে নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিবেন।
এসময় জন্ম নিবন্ধন ইংরেজি করার ফি ৫০টাকা পরিশোধ করবেন। অথবা, অনলাইনে এ-চালানের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফি দিতে পারবেন।
অনলাইনে ফি দিলে চালান কপিটি আবেদনের সাথে যুক্ত করে দিবেন। ব্যাস, তারপর সংশ্লিষ্ট কর্মকর্তা সেই আবেদনটি অনুমোদন করলেই আপনার জন্ম নিবন্ধনের ইংরেজি তথ্য যুক্ত হয়ে যাবে।
এভাবে ৭-১৫ দিনের মধ্যেই আপনার ইংরেজি জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করুন নিজেই
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে কি কি লাগে?
জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য যুক্ত করার জন্য ব্যক্তি/ শিশুর নিজের ও তার পিতা-মাতার ইংরেজি নামের প্রমানবাচক কাগজপত্র জমা দিতে হয়।
এক্ষেত্রে আপনি যেসকল কাগজপত্র জমা দিতে পারেন, সেগুলো নিচে তুলে ধরা হলো:
- জন্ম নিবন্ধন সনদ ইংরেজি করতে, নিবন্ধনাধীন ব্যক্তির বিদ্যালয়ের প্রত্যয়ন পত্র লাগবে। অবশ্যই সেই প্রত্যয়ন পত্রে বাংলা ও ইংরেজি সঠিক নাম উল্লেখিত থাকতে হবে।
- বয়স খুব কম হলে এবং বিদ্যালয়ে ভর্তি না হলে, বাংলা ও ইংরেজি সঠিক বানান যুক্ত হাসপাতালের ছাড়পত্র বা টিকা কার্ড জমা দিতে পারেন।
- নিবন্ধনাধীন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে, তার NID Card/ পাসপোর্টের কপি জমা দিতে পারেন।
- পিতা-মাতার বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধন সনদ। অথবা, পিতা-মাতার NID Card এর ফটোকপি।
এছাড়াও ইংরেজিতে আপনার ঠিকানার তথ্য সঠিক বানান সহকারে নিবন্ধকের কার্যালয়ে জানাতে হবে। অন্যথায়, জন্ম সনদে ভূল ইংরেজি তথ্য সংযুক্ত করা হতে পারে।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে ২০২৪
অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন
জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন করতে,
এভাবে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। উপরের ধাপগুলো বুঝতে সমস্যা হলে, অনলাইনে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন:
জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন ফরম পূরন
১ম ধাপ: জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সরাসরি সেই ওয়েবসাইটের সংশোধন আবেদন পেইজে প্রবেশ করতে bdris.gov.bd/br/correction -এই লিংকটিতে ক্লিক করুন।
২য় ধাপ: এবার আপনার সামনে আসা ওয়েবপেজে আপনার জন্ম সনদটি অনুসন্ধান করতে হবে। এর জন্য ওয়েব পেজে থাকা খালি ঘরে আপনার জন্ম নিবন্ধন নম্বর ও সঠিক জন্মতারিখ লিখুন এবং ‘অনুসন্ধান’ লেখাতে ক্লিক করুন।
৩য় ধাপ: অনুসন্ধান করার পর নিচে একটি জন্ম সনদের বিভিন্ন তথ্য দেখানো হবে। আপনি সেই জন্ম সনদের তথ্যের ডান পাশে থাকা ‘নির্বাচন করুন’ লেখাতে ক্লিক করবেন। তাহলেই আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন বয়স সংশোধন বন্ধ করতে কড়া নির্দেশনা
৪র্থ ধাপ: নতুন পেজে আপনাকে তথ্য সংশোধনের জন্য সংশোধিত নতুন তথ্য গুলো পূরণ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি তথ্যের জন্য ৩টি ধাপ সম্পন্ন করতে হয়। যথা:
(১) সংশোধনের বিষয়বস্তু সিলেক্ট করা।
(২) সংশোধিত তথ্য পূরণ করা (নতুন যেই ইংরেজি তথ্য যাচ্ছেন)।
(৩) তথ্য সংশোধনের কারণ সিলেক্ট করা
৫ম ধাপ: আপনি এখানে জন্ম নিবন্ধন সংশোধনের বিষয় হিসেবে নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে- এগুলো সিলেক্ট করবেন।
তারপর প্রতিটি ঘরে চাহিত সংশোধিত তথ্য লিখবেন ও তথ্য সংশোধনের কারণ হিসেবে ‘ভুল লিপিবদ্ধ হয়েছিল’ -এটি সিলেক্ট করে দিতে পারেন।
৬ষ্ঠ ধাপ: তারপর নিচে ঠিকানার তথ্য পূরণ করতে হবে। সেখানে জন্মস্থানের ঠিকানা, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার তথ্যগুলো বাংলা ও ইংরেজিতে পূরন করবেন।
৭ম ধাপ: এসকল তথ্য পূরন করার পর আবেদনের স্বপক্ষে ডকুমেন্টস আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার জন্য ‘সংযোজন’ লেখাতে ক্লিক করে ফাইল সিলেক্ট করবেন। তারপরে File Type সিলেক্ট করে ‘Start’ লেখাতে ক্লিক করে আপলোড করে দিবেন।
৮ম ধাপ: তারপর আবেদনকারীর তথ্য দিবেন এবং একটি সচল মোবাইল নাম্বার দিবেন। তখন আপনার মোবাইল নাম্বারে একটি OTP কোড আসলে সেটি verify করবেন। ব্যাস, তারপর জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন সাবমিট করে দিবেন।
এভাবে অনলাইনে আবেদন সাবমিট করার পর আবেদনপত্রের কপি প্রিন্ট করে নিবেন। তারপর সেই প্রিন্টেড কপি ও আপনার দেওয়া ইংরেজি তথ্যের প্রমানপত্রের ডকুমেন্টস গুলো সাথে নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে জাম দিবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার আবেদনটি অনুমোদন করলে পরবর্তীতে ইউনিয়ন পরিষদে গিয়ে নতুন বাংলা ও ইংরেজি জন্ম সনদ সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন ২০২৪
জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন করতে কত টাকা লাগে?
জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন করতে ৫০ টাকা ফি পরিশোধ করতে হয়। মূলত এটি করতে চাইলে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন করতে হয়।
আর এই ধরনের সংশোধনের ক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় থেকে নির্ধারিত ফি হলো ৫০ টাকা। তবে ইউনিয়ন পরিষদে গিয়ে ফি জমা দিলে ২০০-৩০০ টাকা পর্যন্ত রাখতে পারে।
কেন জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন করতে হবে?
বর্তমানে বাংলাদেশের নাগরিক সুবিধা ভোগ করতে চাইলে জন্ম নিবন্ধনের বাংলা ও ইংরেজি উভয় কপি প্রয়োজন হয়।
আমাদের জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাবলিক পরীক্ষায় রেজিস্ট্রেশন ইত্যাদি বিভিন্ন কাগজপত্রে বাংলা ও ইংরেজি তথ্য লিপিবদ্ধ থাকে। আর জন্ম নিবন্ধনের তথ্যের ভিত্তিতেই এসকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তৈরি করা হয়।
যদি আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করা না থাকে, তাহলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টর গুলোতে সঠিক ইংরেজি তথ্য সংযোজন করা যায় না।
তাই সরকারি পৃষ্ঠপোষকতায় এখন জন্ম নিবন্ধন ইংরেজি করা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি, শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা ও ইংরেজি জন্ম সনদ চাইবে।
তাই পূর্বে যাদের জন্ম সনদ করা হয়েছিল, তাদের সনদে শুধু বাংলা তথ্য থাকায়, সংশোধন আবেদনের মাধ্যমে জন্ম সনদে ইংরেজি তথ্য সংযোজন করিয়ে নিতে হবে।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়
জন্ম নিবন্ধন ইংরেজি চেক
জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে যাচাই করার মাধ্যমে, জন্ম সনদের সার্ভার কপি দেখা যায়। তারপর সেই সার্ভার কপি থেকেই দেখে নিতে পারবেন যে, আপনার জন্ম নিবন্ধন টি ইংরেজি করা আছে কিনা।
প্রয়োজনে অনলাইনে যাচাই করার পর জন্ম নিবন্ধন ইংরেজি কপি ডাউনলোড করেও নিতে পারবেন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই | Birth Certificate Application Status
শেষকথা
উপরোক্ত আলোচনা থেকে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। আশাকরি, এখনো যদি আপনার জন্ম সনদে ইংরেজি তথ্য সংযোজন করা না থাকে, তাহলে নিজে নিজে ইংরেজি করার আবেদন করতে পারবেন।
FAQ’s
জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য যুক্ত করার জন্য তথ্য সংশোধনের আবেদন করতে হয়। আর এই তথ্য সংশোধন করতে ইউনিয়ন পরিষদ থেকে ৭-১৫ কার্যদিবস সময় চাওয়া হয়। যদিও তার আগেই তথ্য সংশোধিত হয়ে যায়।
না। যারা নতুন জন্ম নিবন্ধন করলে বাংলা ও ইংরেজি সনদ একসাথেই তৈরি করা হয়। তাই এটি পূনরায় ইংরেজি করার আবেদন করতে হবে না।
যারা আগে জন্ম নিবন্ধন করেছিল, তাদের জন্ম সনদে ইংরেজি তথ্য যুক্ত করা নেই৷ তাই তাদেরকে ডিজিটাল জন্ম সনদ পেতে জন্ম নিবন্ধন সংশোধনের মাধ্যমে ইংরেজি করার আবেদন করতে হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের Bdris সার্ভারে জন্ম সনদের বাংলা ও ইংরেজি উভয় তথ্য আপলোড করা থাকে। তাই সার্ভারে জন্ম সনদ অনুসন্ধান করার পর জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ডাউনলোড করে নিতে পারবেন।