জন্ম নিবন্ধনের নাম সংক্রান্ত নতুন নিয়ম
জন্ম নিবন্ধনের নাম সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে এক শব্দের নাম দিয়ে নতুন জন্ম নিবন্ধন করা যাবেনা। একটি নামে কমপক্ষে ২ টি শব্দ থাকতে হবে।
বাংলাদেশে জন্ম নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে নাম সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়। এখন থেকে ১টি মাত্র শব্দের নাম লিখে আবেদন করলে সেই আবেদন বাতিল করা হবে। অনলাইনে আবেদন করলেও এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে না।
জন্ম নিবন্ধনের নাম সংক্রান্ত এমন নির্দেশনা জারি করার মূল কারণ হলো- পরবর্তীতে অন্যান্য ডকুমেন্ট তৈরিতে জটিলতার সম্মুখীন হওয়া। যেমন:
- এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন থাকলে আইডি কার্ডও এক শব্দের নাম দিয়েই হবে।
- পাসপোর্টে নামের প্রথম ও শেষ অংশ থাকা বাধ্যতামূলক।
- এক শব্দের নাম হলে বিদেশের ভিসা পেতে সমস্যা হয়।
- আন্তর্জাতিক মহলে সেবা পেতে নামের First Name ও Last Name দিতে হয়।
তাই জন্ম নিবন্ধনের নাম হতে হবে কমপক্ষে দুই শব্দের। এ বিষয়ে নতুন নির্দেশনা ও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্টার জেনারেলের ঘোষণা সম্পর্কে জানতে সম্পূর্ণ লেখাটি পড়ে নিন।
জন্ম নিবন্ধনের নাম সংক্রান্ত নতুন নিয়ম
বর্তমানে বাংলাদেশের কোন নাগরিক তার এক শব্দ বিশিষ্ট নাম দিয়ে জন্ম নিবন্ধন করতে পারবে না। যদি কোন ব্যক্তি একটি মাত্র শব্দ বিশিষ্ট নাম দিয়ে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকে, তাহলে সেই আবেদন বাতিল করার কড়া নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন জন্ম নিবন্ধন আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর নামের প্রথম অংশ ও শেষ অংশ থাকতে হবে। অর্থাৎ, কমপক্ষে দুটি শব্দ বিশিষ্ট নাম দিয়ে জন্ম নিবন্ধন করার জন্য আবেদন করতে হবে। এ বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান।
আরও পড়ুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন ২০২৪
মূলত জন্ম নিবন্ধন হলো বাংলাদেশের সকল নাগরিকদের জন্য প্রাথমিক পর্যায়ের একটি পরিচয় পত্র। ভোটার আইডি কার্ড হওয়ার আগে পর্যন্ত এটি আমাদের নাগরিকত্বের পরিচয় বহন করে। আবার এই জন্ম নিবন্ধন ব্যবহার করেই আমরা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি করে থাকি।
আমাদের পাসপোর্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট কিংবা বৈদেশিক নানান কর্মকান্ডে নামের প্রথম ও শেষ অংশ লিখতে হয়। এক্ষেত্রে প্রতিটি ব্যক্তির নামের First Name ও Last Name থাকা গুরুত্বপূর্ণ।
কিন্তু যেহেতু আমরা জন্ম নিবন্ধন দিয়েই আমাদের এ সকল ডকুমেন্টগুলো তৈরি করে থাকি, সেক্ষেত্রে যদি জন্ম নিবন্ধনে নামের শুধুমাত্র একটি অংশ থাকে, তাহলে অন্যান্য ডকুমেন্ট তৈরিতে সমস্যার সৃষ্টি হয়।
তাই জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যালয় থেকে ব্যক্তির প্রাথমিক পরিচয় পত্র অর্থাৎ জন্মনিবন্ধন করার সময় থেকেই কমপক্ষে দুই শব্দের First Name ও Last Name সহ নাম দিয়ে আবেদন করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪
এক শব্দের নাম দিয়ে করা যাবেনা জন্ম নিবন্ধন
বর্তমানে এক শব্দের নাম দিয়ে নতুন জন্ম নিবন্ধন করতে পারবেন না। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্টার জেনারেল রাশেদুল হাসান – এই বিষয় কড়া নির্দেশনা জারি করেছেন।
এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য সারা দেশের সকল প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা চিঠি প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক নাগরিকদের NID Card পাসপোর্ট এবং অন্যান্য সরকারি ও বেসরকারি কর্মকান্ডে এক শব্দ বিশিষ্ট নাম ততটা গ্রহণযোগ্যতা পায়না। এক্ষেত্রে যদি আপনার জন্ম সনদে এক শব্দ বিশিষ্ট নাম থাকে, তাহলে পরবর্তীতে দুই শব্দ বিশিষ্ট নাম তৈরি করতে গেলে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়
বহু বাংলাদেশী নাগরিক নিজেদের কিংবা নিজের সন্তানদের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে ডাকনাম উল্লেখ করে আবেদন করে থাকে। এক্ষেত্রে শুধুমাত্র নামের একটি অংশই ব্যবহার করে আবেদন করেন অনেকেই। এর ফলে রাষ্ট্রীয় কর্মকাণ্ড হোক কিংবা আন্তর্জাতিক মহলে পরবর্তীতে এক শব্দ বিশিষ্ট নামের কারণে অনেক সুযোগ সুবিধা পেতে ভোগান্তির সৃষ্টি হতে পারে।
অতীতে প্রতিটি এলাকার সাধারণ মানুষ যেই নাম উল্লেখ করে আবেদন করতো, তা ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কার্যালয় থেকে গ্রহণ করে আবেদন জমা নেওয়া হতো। কিন্তু বর্তমানে আর এমন আবেদন গ্রহণ করা হবে না, বরং সেই আবেদনটি বাতিল করে দেওয়া হবে।
ভবিষ্যতের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও বৈদেশিক কার্যক্রমে নাম ব্যবহার করতে যেন কোন সমস্যা না হয়, সেই উদ্দেশ্যেই প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয় থেকে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।
জন্ম নিবন্ধনের নাম সম্পর্কে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের নির্দেশনা
জন্ম নিবন্ধনের নাম কেমন হবে সে সম্পর্কে ২০২৩ সালের ৯ অক্টোবর একটি আলোচনা সভা সংগঠিত হয়েছিল। সেই আলোচনায় ন্যূনতম ২ শব্দের নাম ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ২০২৩ সালের ২৫ অক্টোবর মাঠ পর্যায়ের প্রশাসনে নির্দেশনা পাঠানো হয়েছে।
পরবর্তীতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্টার জেনারেল ‘মো: রাশেদুল হাসান’ ৫ নভেম্বর ২০২৩ তারিখে সংবাদ মাধ্যমকে জানায় যে, “এখন থেকে জন্ম নিবন্ধন সনদে প্রত্যেক ব্যক্তির নাম কমপক্ষে ২ শব্দের (First Name ও Last Name) হতে হবে।”
এ বিষয়ে রেজিস্টার জেনারেল রাশেদুল হাসান এর আরো কিছু বক্তব্যের নমুনা হলো – “জন্ম নিবন্ধন হলো একজন ব্যক্তির প্রাথমিক নিবন্ধন। এটি ব্যক্তির ও তার পিতা-মাতার পরিচয় বহন করে। এই নিবন্ধনটির উপর ভিত্তি করেই পরবর্তীতে ব্যক্তির অন্যান্য নিবন্ধন গুলো হয়ে থাকে। ১ শব্দ বিশিষ্ট নামের কারণে পরবর্তীতে অন্যান্য ডকুমেন্টগুলো তৈরিতে জটিলতার সৃষ্টি হয়। তাই জটিলতা এড়াতে- শুধুমাত্র ১টি শব্দের নাম বা ডাক নাম ব্যবহার করে জন্ম নিবন্ধন করা যাবে না।
এ বিষয়ে নিবন্ধক কার্যালয় গুলোর কর্মকর্তাদের আবেদন গ্রহণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসাথে, সকলের কাছে বিষয়টি প্রচারের জন্য দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে সংশ্লিষ্ট সকল অফিসকে নির্দেশনা দিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন।
এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন নিষিদ্ধ করার কারণ কি?
আমাদের জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা অন্যান্য বৈদেশিক ডকুমেন্টে নামে প্রথম অংশ ও শেষ অংশ, অর্থাৎ নামের ২টি অংশ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কিছুক্ষেত্রে এটি এড়িয়ে চলা সম্ভব হলেও, সামগ্রিকভাবে এক শব্দের নাম দিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তৈরি করা সম্ভব হয় না।
এমনকি আমাদের ব্যাংকিং কর্মকান্ডে একাউন্ট খোলা, ই-কমার্স, কোম্পানি ওয়ার্কার রেজিস্ট্রেশন ইত্যাদি নানা ক্ষেত্রে নামের First Name ও Last Name পূরণ করতে হয়।
এখন কথা হলো, আপনি যদি জন্ম নিবন্ধন হনে এক সপ্তাহের নাম (যেমন: জরিনা) দিয়ে থাকেন, এবং পরবর্তীতে, পাসপোর্ট করার ২ শব্দের নাম (যেমন: মোসা: জরিনা, বা জরিনা আক্তার) দেন তাহলে আপনার তথ্যের মধ্যে বৈসাদৃশ্য দেখা দিবে। এমন হলে আপনার পরিচিতি নিশ্চিত করতে নানান জটিলতার সৃষ্টি হবে।
তাই শুরু থেকেই নির্দিষ্টভাবে কমপক্ষে ২টি অংশের ২ শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন করা উচিত। আর এই সকল বিষয়ে বিচার-বিশ্লেষণ করেই এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন পসিবল ডুপ্লিকেট সমস্যায় করণীয়।
শেষকথা
উপরোক্ত আলোচনা থেকে জন্ম নিবন্ধনের নাম সংক্রান্ত নতুন নির্দেশনা – “এক শব্দের নাম দিয়ে জন্ম নিবন্ধন করা যাবে না” সম্পর্কে জানতে পারলেন। এখন থেকে আপনার বা আপনার শিশুর জন্য জন্ম নিবন্ধন এর আবেদন করতে চাইলে কমপক্ষে ২টি নাম দিয়ে আবেদন করবেন। অন্যথায়, আবেদনটি বাতিল করা হতে পারে।