|

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম ও বিস্তারিত গাইডলাইন এই লেখাতে জানতে পারবেন।

ভোটার নিবন্ধনের আবেদন করার পর আইডি কার্ডের মেসেজ পেতে দেড়ি হয়। সাধারনত এই সময়ই আমরা NID Check করে জেনে নিতে পারি আমাদের কার্ডটি তৈরি হয়েছে কিনা। আবার নিরাপত্তার জন্য অন্য কারো পরিচয়বাচক তথ্যও অনলাইনে যাচাই করার দরকার হয়।

এক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতি রয়েছে। যথাঃ

  1. নিজের NID card online check করার জন্য NIDW ওয়েবসাইটে চেক করা।
  2. ভিন্ন কয়েকটি সরকারি ওয়েবসাইট বা অ্যাপস দিয়ে, অন্যদের আইডি কার্ডের তথ্য যাচাই করা। 

নিচের আলোচনায় আমরা বেশ কয়েকটি পদ্ধতিতে নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক (NID card check) করার পদ্ধতি তুলে ধরলাম। আপনার কাছে যেটি সবচেয়ে সহজ মনে হয়, সেটি অনুসরণ করতে পারেন।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম

এখন আইডি নাম্বার বা ভোটার ফরম নাম্বার দিয়ে খুব সহজেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এনআইডি কার্ড চেক (NID Check) করা যায়। ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনাকে যেসকল ধাপগুলো সম্পন্ন করতে হবে, সেগুলো নিচে তুলে ধরা হলো:

  • ধাপ ১: প্রথমেই, বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্টার করতে nidw.gov.bd – এই লিংকে ক্লিক করুন। তারপর ‘রেজিস্টার করুন’ নামে একটি অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করে একাউন্ট রেজিস্টার করা শুরু করতে হবে।
  • ধাপ ২: নতুন ওয়েবপেযে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফরম নম্বর লিখুন। তারপর নিচের ঘরে জন্ম নিবন্ধন, ও সর্বশেষ ঘরে ক্যাপচা ইমেজে থাকা কোডটি লিখুন। তারপর সাবমিট করে দিন। আপনার আইডি কার্ডটি অনলাইনে থাকলে পরবর্তী পেইজে নিয়ে যাবে।
  • ধাপ ৩: এন আইডি আবেদনের সময় দেওয়া তথ্য অনুযায়ী, আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা সিলেক্ট করুন। NID Card Check করতে এখানে বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য একে একে সিলেক্ট করে পরবর্তী ধাপে যাবেন।
  • ধাপ ৪: এই পেইজে আপনার এন আইডি আবেদনের সময় দেওয়া মোবাইল নাম্বারটি দেখাবে। মোবাইল নাম্বারটি সাথে থাকলে ‘বার্তা পাঠান’ লেখাতে ক্লিক করুন। সেই নাম্বারটি সাথে না থাকলে নাম্বার পরিবর্তন করে ‘বহাল’’ লেখাতে ক্লিক করবেন। নির্ধারিত নাম্বারে ৬ সংখ্যার একটি কোড গেলে, সেটি NIDW এর ওয়েবপেইজে লিখে সাবমিট করুন।
  • ধাপ ৫: এবার আপনার স্ক্রিনে একটি QR Code দেখবেন। মোবাইলে NID Wallet অ্যাপটি ইনস্টল করে আপনার ফেস ভেরিফাই করুন। প্রথমে অ্যাপে প্রবেশ করে, ক্যামেরা অন রেখে QR Code স্ক্যান করুন। তারপর অ্যাপের start face scan লেখাতে ট্যাপ করে ক্যামেরা দিয়ে ফেস ভেরিফাই করুন।
  • ধাপ ৬: এই ধাপে আপনি চাইলে, আপিনার এই NIDW একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। অথবা, ধাপটি এড়িয়ে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন।

ধাপ ৭: এবার ড্যাশবোর্ড থেকে আপনার ভোটার আইডি কার্ড চেক করুন। এখানে ভোটার আইডি কার্ডের সকল তথ্য বিস্তারিত প্রোফাইল অপশনে গিয়ে চেক করতে পারবেন। এভাবেই NID card online check করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *