জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে কি কি লাগে ২০২৫

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে কি কি লাগে ও কত টাকা লাগে, সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখান থেকে।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে

এন আইডি কার্ড হওয়ার আগে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্যই প্রধান পরিচিতি পত্র হলো জন্ম নিবন্ধন সনদ। কিন্তু অনেক সময় এই গুরুত্বপূর্ণ সনদটির সাথে আমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি কার্ড ইত্যাদির তথ্যের অমিল থাকতে পারে। 

এক্ষেত্রে আমাদের জন্ম সনদের নাম, পিতা-মাতার নাম, বয়স, ঠিকানা ইত্যাদি তথ্য সংশোধন করার প্রয়োজন হয়। এমতাবস্থায়, জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে ও কত টাকা লাগে সে সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া জরুরী। কারণ উপযুক্ত প্রমাণ ব্যাতীত আবেদন এপ্রুভ নাও হতে পারে।

তাই জন্ম নিবন্ধনের কোন তথ্য সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে, সে সম্পর্কে সঠিক তথ্য জানতে এই লেখাটি পড়ে নিন।

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে কি কি লাগে?

জন্ম সনদের তথ্য সংশোধন করতে শিশুর টিকা কার্ড, ব্যক্তির NID Card, ব্যক্তির JSC/ SSC/ সমমান পরীক্ষার সার্টিফিকেট, পাসপোর্টের কপি/ কাবিন নামার কপি, পিতা-মাতার NID Card এর কপি, বিদ্যুৎ বিলের কপি ইত্যাদি কাগজপত্র লাগে।

এছাড়াও সংশোধনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন কাগজপত্র প্রয়োজন হতে পারে। আবার, পুরাতন জন্ম নিবন্ধনটি ইংরেজি করতে চেয়ে সংশোধনের আবেদন করলে, শিশুর বিদ্যালয়/ মাদ্রাসার প্রত্যয়ন পত্র, NID Card থাকলে তার কপি, পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি, বোর্ড পরীক্ষার সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজন হয়।

অনলাইনে সংশোধনের আবেদন করলে, এসকল কাগজপত্র গুলোর ছবি বা স্ক্যান কপি জমা দিতে হয়। আর সরাসরি ইউনিয়ন পরিষদে আবেদন করলে, এ সকল কাগজপত্রের ফটোকপি জমা দিতে হয়।

আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করুন নিজেই

জন্ম তথ্য সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে?

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য সংশোধনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আলাদা আলাদা কাগজপত্র জমা দিতে হয়। ব্যক্তিগত বা পারিবারিক নানান কারণে জন্ম সনদের জন্ম তারিখ, নাম/ নামের অংশ, বাবা-মায়ের নাম/ নামের অংশ, বর্তমান ও স্থায়ী ঠিকানা ইত্যাদি তথ্য সংশোধন করতে হয়।

প্রতিটি তথ্য ভিন্ন ভিন্ন ডকুমেন্টসের সাথে জড়িত। আর এগুলো সংশোধন করতেও ভিন্ন ভিন্ন প্রমাণপত্র সাবমিট করতে হয়। 

জন্ম তথ্য সংশোধন করতে কি কি লাগে, তা সংশোধনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে তালিকা আকারে নিচে তুলে ধরা হলো:

জন্ম নিবন্ধনে নিজের নাম (নামের আংশিক বা বানান) সংশোধন করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধনে নিজের নাম (নামের আংশিক বা বানান) সংশোধন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন হয়, সেগুলো হলো:

  • শিশুর EPI টিকা কার্ড (টিকা কার্ড না থাকলে হাসপাতালের ছাড়পত্র/ প্রত্যয়ন পত্র)।
  • নিবন্ধনকারীর JSC/ SSC/ সমমান পরীক্ষার সার্টিফিকেট।
  • নিবন্ধনকারীর নিজের আইডি কার্ডের ফটোকপি।
  • পাসপোর্ট এর ফটোকপি।
  • প্রযোজ্য ক্ষেত্রে কাবিন নামার ফটোকপি।

আরও পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২৪

জন্ম নিবন্ধনের বয়স/ জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে?

বর্তমান সময়ে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা কঠিন। কারন বয়স পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে বিশেষ শর্তাবলী, এমনকি ক্ষেত্রবিশেষে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

অনেকেই তাদের নিজ সুবিধার্থে বয়স কম-বেশি করতে চায়। এমন হলে নিবন্ধনের জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। তবে জন্ম নিবন্ধন করার আগে অন্য কোন বৈধ ও গুরুত্বপূর্ণ কাগজে যদি বয়সের তারতম্য থেকে থাকে, তাহলে সেই তথ্য প্রমান করে তা সংশোধন করতে পারবেন।

আরও পড়ুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন ২০২৪

জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যালয় থেকে এবিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। যাইহোক, আমরা তাও বলতে পারি, জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে চাইলে-

  • বোর্ড পরীক্ষার সার্টিফিকেট,
  • NID Card,
  • পাসপোর্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজ প্রয়োজন।

তবুও আবেদন এপ্রুভ হবে কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন বয়স সংশোধন বন্ধ করতে কড়া নির্দেশনা

জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম সংশোধন করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম (নামের আংশিক বা বানান) সংশোধন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন হয়, সেগুলো হলো:

  • ব্যক্তির পিতা/ মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ।
  • ব্যক্তির পিতা/ মাতার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বা ফটোকপি।
  • ব্যক্তির পিতা/ মাতা মৃত্যুবরণ করলে, তার মৃত্যু সনদের ফটোকপি।
  • প্রযোজ্য ক্ষেত্রে পিতা/ মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • বিশেষ প্রয়োজনে নিবন্ধনাধীন ব্যক্তির ভাই-বোনদের (পিতা/মাতার অন্যান্য সন্তানদের) NID Card এর ফটোকপি। (এগুলো থাকলে তথ্য পুরোপুরি নিশ্চিত হওয়া যায় এবং আবেদনটি জোরদার হয়)।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধনের নাম সংক্রান্ত নতুন নিয়ম

জন্ম নিবন্ধন ইংরেজি করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো হলো:

  • যে ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ, তার বিদ্যালয়ের প্রত্যয়ন পত্র। অবশ্যই সেই প্রত্যয়ন পত্রে বাংলা ও ইংরেজি সঠিক নাম উল্লেখিত থাকতে হবে।
  • যে ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে ব্যক্তির NID Card এর ফটোকপি। অথবা, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও দিতে পারবেন। 
  • ব্যক্তির পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই | Birth Certificate Application Status

জন্ম নিবন্ধনের স্থায়ী ঠিকানার তথ্য সংশোধন করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন এর স্থায়ী ঠিকানার তথ্য পরিবর্তন করে অন্য ঠিকানা দিতে চাইলে, অল্প কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। এক্ষেত্রে গ্রহণযোগ্য কাগজপত্র গুলো হলো: 

  • জন্ম সনদধারী ব্যক্তির/ শিশুর ঠিকানার হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ। 
  • যেই এলাকার স্থায়ী বাসিন্দা, সেই এলাকার চেয়ারম্যানের সত্যায়িত প্রত্যয়ন পত্র।
  • এছাড়াও, জন্ম সনদধারী ব্যক্তির NID Card এর ফটোকপিও দিতে পারেন।

জন্ম নিবন্ধনে বর্তমান ঠিকানার তথ্য সংশোধন করতে কি কি লাগে?

কোন ব্যক্তি বা শিশুর জন্ম সনদের বর্তমান ঠিকানার তথ্য পরিবর্তন করতে চাইলে বেশি কাগজপত্র প্রয়োজন হয় না। এক্ষেত্রে শুধুমাত্র বর্তমান ঠিকানার একটি ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি) দিয়ে আবেদন করলেই হবে।

ব্যক্তি/ শিশুর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে, সংশোধন ফি পরিশোধ করে আবেদন করলেই বর্তমান ঠিকানার তথ্য পরিবর্তন করা যাবে। 

সাধারণত উপরোক্ত ডকুমেন্টস গুলো দিয়েই আপনি জন্ম নিবন্ধনের নির্ধারিত তথ্য সমূহ সংশোধন করে নিতে পারবেন। 

আরও পড়ুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন ২০২৪

যাইহোক, প্রতিটি তথ্য সংশোধনের জন্য এখানে যতগুলো ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে, সেই সবগুলো সাবমিট করতে হবে না। বরং আবেদনের প্রেক্ষিতে সবচেয়ে উপযুক্ত ১/২/৩ টি ডকুমেন্টস সাবমিট করলেই হবে।

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে কত টাকা লাগে?

জন্ম সনদ সংশোধন করার ক্ষেত্রে, সংশোধনের বিষয়বস্তু অনুযায়ী নির্ধারিত সরকারি ফি এর পরিমাণ কম-বেশি হয়ে থাকে। এক্ষেত্রে সংশোধন ফি ৫০-১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

অনলাইনে বিভিন্ন মোবাইল ব্যাংকিং বা এ-চালানের মাধ্যমে জন্ম সনদের সংশোধন ফি পরিশোধ করলে, সরকার নির্ধারিত ফি দিলেই হয়। কিন্তু ইউনিয়ন পরিষদ/ সিটি কর্পোরেশন কাউন্সিলর/ পৌরসভা কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বেশি ফি আদায় করতে চায়।দ

তাই আপনার সুবিধা অনুযায়ী অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংশোধন ফি পরিশোধ করার চেষ্টা করবেন। যাইহোক, জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করার ফি বাংলাদেশ থেকে কত এবং বিদেশ থেকে কত, তার তালিকা নিচে দেওয়া হলো:

সংশোধনের তথ্য দেশে ফি বিদেশে ফি
জন্ম তারিখ সংশোধন ১০০ টাকা $2 বা ২ মার্কিন ডলার
নাম, পিতার/ মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন ৫০ টাকা $1 বা ১ মার্কিন ডলার
সংশোধিত জন্ম সনদের বাংলা ও ইংরেজি কপি সংগ্রহ ফ্রি ফ্রি
সংশোধিত জন্ম সনদের বাংলা ও ইংরেজি নকল সংগ্রহ ৫০ টাকা $1 বা ১ মার্কিন ডলার

আরও পড়ুনঃ Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করার নিয়ম ২০২৪

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে জানতে পারলেন যে, বড়দের/ শিশুর জন্ম নিবন্ধন করতে কি কি লাগে। আশাকরি সম্পূর্ণ আপনাদের উপকারে আসবে।

খেয়াল রাখবেন, অনলাইনে পরিশোধ করলে সংশোধনী ফি উপরোক্ত তালিকার সমপরিমাণ দিতে পারবেন। কিন্তু নিবন্ধকের কার্যালয়ে গিয়ে ফি পরিশোধ করলে কম-বেশি চাইতে পারে। এমতাবস্থায়, আপনি কঠোরভাবে বলবেন- যেন সরকার নির্ধারিত ফি নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *