অনলাইনে নতুন মৃত্যু নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৫
অনলাইনে নতুন মৃত্যু নিবন্ধন আবেদন করার বিস্তারিত প্রক্রিয়া নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে সেই পরিবারের জন্য মৃত ব্যক্তির মৃত্যু সনদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। শুধুমাত্র সরকারি খাতায় নিবন্ধন করাই নয়, বরং ওয়ারিশ সনদ তৈরি, সন্তানদের মাঝে সম্পত্তির ভাগ বন্টন, পেনশন স্কিম প্রাপ্তি/ বিতরণ এবং মৃত ব্যক্তির স্ত্রীর বিধবা ভাতা প্রাপ্তির জন্য এই মুহূর্তে মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সকল প্রয়োজনীয়তার পাশাপাশি জনশুমারির কাজেও মৃত্যু নিবন্ধন করাটা উপকারী ভূমিকা রাখে। তাই অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন কিভাবে করতে পারবেন, কত টাকা ও কি কি লাগবে সে সম্পর্কে বিস্তারিত জানতে এই লেখাটি সম্পূর্ণ পড়ে নিন।
অনলাইনে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন
মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে চাইলে, প্রথমেই https://bdris.gov.bd/dr/application -এই লিংকটিতে প্রবেশ করুন। এবার মৃত ব্যক্তির জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। তারপর আপনার নিবন্ধক কার্যালয়ের তথ্য দিন এবং মৃত ব্যক্তির মৃত্যুস্থানের তথ্য পূরণ করুন। সর্বশেষে, আবেদনকারী তথ্যপূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে মোবাইলে ওটিপি ভেরিফাই করবেন এবং আবেদন সাবমিট করে দিবেন।
অনলাইনে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করার পর আবেদন ফরমের কপিটি ডাউনলোড করে রাখবেন। তারপর ইউনিয়ন পরিষদে গিয়ে সেই আবেদন ফরমাল কপি ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপির জমা দিতে হবে।
ইউনিয়ন পরিষদে গিয়ে কিংবা অনলাইনে মৃত্যু নিবন্ধনের জন্য নির্ধারিত ফি পরিশোধ করবেন। এভাবে আবেদন করার পর সকল তথ্য ঠিকঠাক থাকলে ২-৩ কার্যদিবসের মধ্যে আপনার সনদটি তৈরি করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মৃত্যু নিবন্ধন কি | মৃত্যু নিবন্ধন কি কি কাজে লাগে?
নতুন মৃত্যু সনদ করতে যা যা লাগবে
আপনি মৃত্যু সনদের জন্য অনলাইনে আবেদন করুন কিংবা সরাসরি ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন করুন, আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে আপনার যে সকল কাগজপত্র ও তথ্যের প্রয়োজন হতে পারে সেগুলো হলো:
- অনলাইন আবেদনের পর ডাউনলোড করা আবেদন ফরমের কপি।
- মৃত ব্যক্তির ১৭ সংখ্যার জন্ম সনদের ফটোকপি।
- মৃত ব্যক্তির বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য।
- যখন মৃত্যুবরণ করেছেন সেই মৃত্যুর তারিখ ও মৃত্যুবরণের স্থান সম্পর্কিত প্রমাণপত্র।
- যিনি সেই ব্যক্তির মৃত্যুর তথ্য দিবেন সেই তথ্য প্রদানকারীর জন্ম নিবন্ধন নাম্বার ও এনআইডি নাম্বার।
- মৃত ব্যক্তির পক্ষ থেকে যিনি আবেদন করছেন, সে ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর ও NID Number।
এ সকল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি, অনলাইনে আবেদনের সময় মোবাইল ভেরিফাই করার জন্য একটি সকল মোবাইল নাম্বারও প্রয়োজন হবে।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়।
মৃত্যু নিবন্ধন আবেদন আবেদন ফরম পূরণ
অনলাইনে মৃত্যু সনদের জন্য আবেদন করার সময় Bdris সার্ভারের একটি অনলাইন ভিত্তিক ফরম পূরণ করতে হয়। সেই Death Certificate Application form টি কিভাবে পূরণ করবেন তার পদ্ধতি সংক্ষিপ্ত হয়ে নিচে দেওয়া হলো।
মৃত সনদের জন্য আবেদন করতে-
- প্রথমে, https://bdris.gov.bd/dr/application -এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এবার মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখবেন এবং ক্যাপচা পূরণ করে ‘অনুসন্ধান’ – লেখাতে ক্লিক করুন।
- সঠিক নিবন্ধনটি নির্বাচন করুন।
- নতুন পেজে আপনার এলাকার নিবন্ধন কার্যালয়ে ঠিকানা দিন।
- এরপর মৃত ব্যক্তির তথ্য ও স্বামী/স্ত্রীর তথ্য পূরণ করুন।
- ব্যক্তির মৃত্যুবরণের স্থানের তথ্য এবং মৃত্যুর সময় যেই ঠিকানায় বসবাস করতেন তার তথ্য দিন।
- আবেদনকারীর তথ্য পূরণ করুন।
- মৃত ব্যক্তির মৃত্যুবরণ সম্পর্কিত যে সকল প্রমাণপত্র গুলো রয়েছে সেগুলো আপলোড করুন।
- সর্বশেষে আবেদনকারীর মোবাইল নাম্বারে ওটিপি কোড ভেরিফাই করুন এবং মৃত্যু নিবন্ধন আবেদন সাবমিট করে দিন।
উপরোক্ত পদ্ধতিতে আবেদন করার সময় যে সকল ডকুমেন্টস আপলোড করবেন সেগুলো অবশ্যই উপযুক্ত এবং সঠিক তথ্যের হতে হবে। আবেদনের স্বপক্ষে সঠিক প্রমাণপত্র আপলোড না করে অন্য কোন ডকুমেন্ট আপলোড করলে আবেদনটি বাতিল করা হতে পারে। তাই এ বিষয়ে প্রমাণপত্রগুলো আগে থেকেই সংগ্রহ করে কম্পিউটারে স্ক্যান করে/মোবাইলের ছবি তুলে সঠিক সাইজে সেভ করে নিবেন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই | Birth Certificate Application Status
মৃত্যু নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড PDF
অনলাইনে মৃত্যু নিবন্ধনের আবেদন সাবমিট করার পর একটি কনফার্মেশন পেজ আসবে। সেখানে আপনাকে আবেদনের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে এবং ‘আবেদন পত্র প্রিন্ট’ করার অপশন থাকবে।
আপনার কাছে যদি কোন প্রিন্টার থাকে তাহলে সরাসরি আবেদন ফরমটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রিন্টার না থাকলে প্রিন্ট করার অপশনে গিয়ে, save to pdf সিলেক্ট করে আবেদনের অনলাইন কপি বা মৃত্যু নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf করে রাখবেন।
এসময় যদি আপনি আবেদন ফরমটি ডাউনলোড করে না রাখেন এবং অ্যাপ্লিকেশন আইডি মনে না থাকলে, তাহলে আপনাকে পুনরায় আবেদন করতে হতে পারে। কারণ আবেদন ফরমের কপি ছাড়া ইউনিয়ন পরিষদে এপ্লিকেশন জমা নেওয়া হবে না।
মৃত্যু নিবন্ধন করার ফি কত?
মৃত্যু নিবন্ধন করার ফি রেজিস্টার জেনারেলের কার্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে, নিবন্ধনের জন্য কোন ফি দিতে হবে না। মৃত্যুবরণের ৪৫ দিনের বেশি হলে ২৫ টাকা দিতে হবে। ব্যক্তির মৃত্যুবরণ করার ৫ বছরের বেশি হলে ৫০ টাকা ফি দিতে হবে।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধনের ফি অনলাইনে পেমেন্ট করার সঠিক পদ্ধতি।
শেষকথা
অনলাইনে নতুন মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করার এই ছিল সঠিক এবং কার্যকর পদ্ধতি। যদিও অনলাইনে আবেদন করা তুলনামূলক সহজ, তবে পরবর্তীতে পুনরায় ইউনিয়ন পরিষদে গিয়ে সেই আবেদনের তথ্য জমা দিতে হয়। তাই একই আবেদন ২ বার না করে, সরাসরি ইউনিয়ন পরিষদে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই আবেদন করে আসতে পারবেন।
ইউনিয়ন পরিষদের সরাসরি আবেদন করার জন্য সেখানে গিয়ে একটি আবেদন ফরম সংগ্রহ করে সেটি যথাযথভাবে পূরণ করে জমা দিবেন। তারপর প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিয়ে আসলেই হবে। যাদের জন্য অনলাইন আবেদন করা কঠিন, তারা এই পদ্ধতিতে সহজেই সরকারি সেবাটি নিতে পারবেন। ধন্যবাদ।